নিজস্ব প্রতিবেদকঃ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় বুধবার ২০ মে রাতে নারায়ণগঞ্জে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। নারায়ণগঞ্জের মুসলমানরাও নিজেদের গুনা মাফের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব
হাসিলের আশায় নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির- আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত।
করোনার কারণে মসজিদে সামাজিক দূরত্ব নিয়ম মেনেই মুসল্লীরা অংশ নেন। ফলে অন্যবারের তুলনায় এবার লোকজনের উপস্থিতি ছিল কম। এশার নামাজ জামাতে আদায়ের পর সবাই নফল নামাজসহ নানা ইবাদত বন্দেগিতে মশগুল হন।