মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ জ্যান্ত মুরগী,পোলাও চাল সহ ঈদের খাবার নিয়ে কর্মহীন পরিবারের বাড়িতে হাজির হলেন গরীব, দুঃখী, মেহনতি মানুষের নেতা সংসদ সদস্য পংকজ নাথ। আজ বুধবার দুপুরে সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে গরীব অসহায় মানুষের হাতে ঈদের খাবার পৌঁছে দিলেন সাংসদ পংকজ নাথ। ঈদের খাবার হাতে পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে অসহায় কর্মহীন পরিবারের মানুষগুলো! এসময় সাংসদ পংকজ নাথ বলেন, জনগণের কল্যাণের জন্যই রাজনীতি! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গিকার অনাহারে থাকবেনা একটিও পরিবার। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন সহ স্থানীয় নেতৃবৃন্দ।