শামীম রেজা, কার্পাসডাঙ্গা অফিসঃ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ( ফেজ-১) তুলা উৎপাদন ও চাষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবসে কৃষক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অাজ বুধবার সকাল ৯টায় কার্পাসডাঙ্গা তুলা ইউনিট অফিসের অফিসার অামজাদ হোসেন এর সভাপতিত্বে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ( ফেজ-১) উদ্যোগে বাঘাডাঙ্গায় এ কৃষক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা ড: মোঃ আব্দুস সালাম। বাঘাডাঙ্গা ও পাটাচোরা ও গ্রামের ৩০ জন তুলা চাষী এ প্রশিক্ষনে অংশ নেয়। এ বছর তুলার উৎপাদন খুব ভালো। বিঘা প্রতি ১৮/২০মন হারে তুলা উৎপাদন হবে বলে তুলা কর্মকর্তারা জানান। আবহওয়া প্রতিকুলে থাকায় কম উৎপাদন হয়েছিল। যার গড় বিঘা প্রতি ১৫থেকে ১৮মন। সেই তুলনায় এ বছর আবহাওয়া ভাল থাকায় ফলনও ভাল হবে বলে কর্তৃপক্ষ আসা করছেন।