মেহেদী হাসান জাগোদেশ প্রতিবেদকঃ দামুড়হুদার নতিপোতায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে বেশকিছু ফলন্ত কলাগাছ কেটে তছরুপ করা হয়েছে। গত রোববার বিকেলে ভগিরথপুর গ্রামের বাবলাতলা মাঠে ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করে প্রতিপক্ষরা। ক্ষতিগ্রস্থ চাষি নতিপোতা গ্রামের লোকমান হাকিম বলেছেন, ভগিরথপুর গ্রামের বাবলাতলা মাঠে ৪ বিঘা জমি লিজ নিয়ে কলাবাগান করেছেন। ওই কলাবাগানের পাশের জমিতে প্রতিপক্ষ ভগিরথপুরের আনার উদ্দীনের পাটক্ষেত রয়েছে। বাগানের কিছু কলাগাছ পাটক্ষেতের দিকে হেলে যাওয়ায় সে আমার কলাবাগানের বেশকিছু ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে। আমি তাকে কলাগাছ কাটার বিষয়ে জানতে চাইলে সে কলাগাছ কাটার কথা স্বীকার করে , উচ্চস্বরে বলে কেটেছি বেশ করেছি। বেশী বাড়াবাড়ি করলে পুরো বাগান কেটে দেয়া হবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।