শেখ মুন্না কালিগঞ্জ প্রতিবেদকঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের ২৫ টি দুস্হ অসহায় প্রতিবন্ধীর পরিবারের মাঝে ১৮ই মে, সোমবার বিকাল ৫ টায় চাঁচাই ফুটবল মাঠে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাতার প্রবাসী হুমায়ুন কবির মনির সার্বিক সহযোগিতায় খাদ্যসমগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে খাদ্যসামগ্রী বিতরন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্হিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সফিরউদ্দিন সবুজ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, রবিউল ইসলাম প্রমূখ। এসময় জনপ্রতি ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম ডাউল, ৫০০ গ্রাম ছোলা, ৫০০ গ্রাম সিমাই ও ১ প্যাকেট নুডুস বিতরন করা হয়।