ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউপির সংরক্ষিত আসনের এক নারী সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি ড. কামরুজ্জামান সেলিম। দীর্ঘ তদন্তের পর সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার
আহমেদ চৌধূরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া ওই নারী সদস্যের নাম কুলসুম আক্তার। তিনি বড়পলাশবাড়ী ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ওএমএসের ৬৩০ বস্তা চালসহ ওই ইউপি নারী সদস্যের গুদাম সিলগালা করেন ইউএনও। গত ৯ এপ্রিল সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউপির নারী সদস্য কুলসুম আকতারের
কুসলডাঙ্গী বাজারের গুদামে চাল মজুত করার সময় স্থানীয় লোকজন দেখে ফেলেন। পরে তারা ইউএনওকে খবর দেন। ঘটনাস্থলে এসে একটি নসিমন থেকে ৬৮ বস্তা ওএসএসের চাল নামিয়ে গুদামজাত করার সময় হাতেনাতে ধরে ফেলেন
ইউএনও। পরে একই ধরনের ৬৩০ বস্তা চাল তার গুদামে পাওয়া যায়। এই গুদামে কুলসুমের স্বামী আমিরুল চালের ব্যবসা করেন।