নাজমুল হুদা জেলা প্রতিনিধি খুলনাঃ-খুলনার পাইকগাছা উপজেলার ৬ নং লস্কার ইউনিয়ানে ৪ নং ওয়ার্ডে আলমতলা গ্রামের মনোয়ারা বেগম ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ৪ নং ওয়ার্ড সদস্য হারুন জমাদ্দার গত তিন বছর আগে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার নামে ৩ হাজার টাকা নেয়।কিন্তু তিন বছরে মনোয়ারা বেগমের কার্ড হয়নি।মনোয়ারা বেগম মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয় স্থানীয় মাননীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু বরাবর লিখিত অভিযোগ করে।বিষয়টি হারুন জমাদ্দার জানতে পেরে তার অনুসারী সাহারা মামুন ও নাজমা বেগম আজ দুপুর অনুমানিক ১২ টার দিকে মোনায়ারা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করে। এ বিষয় মনোয়ারা বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।