শুক্রবার, ২১ অক্টোবর ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন

আলমডাঙ্গা কলেজ পাড়ার মৃত খন্দকার দানেছ মিয়ার ছেলে ক্যাপ্টেন শাহীনের ইন্তেকাল।পরিবারে শোকের ছায়া

Reporter Name / ২৯৮৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন

খন্দকার শাহ্ আলম মন্টু, আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা কলেজ পাড়ার মৃত খন্দকার দানেছ মিয়ার ছেলে ক্যাপ্টেন শাহীনের ইন্তেকাল।পরিবারে শোকের ছায়া নেমে আসে।গত রবিবার রাতে চট্রগ্রাম পতেঙ্গায় মেঘনা গ্রুপ শিপিং লাইন্সের অফিসে কর্মরত অবস্থায় হ্নদরোগে আক্রন্ত হয়ে মারা যায়।ইন্নালিল্লাহি— রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০)। ক্যাপ্টেন শাহিনুল ইসলাম শাহিনের মেজ ভাই প্রফেসর ড,খন্দকার শরিফুল ইসলাম ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।ছোট ভাই শাহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।তাদের গ্রামের বাড়ী আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামে।পরে তারা কলেজ পাড়ায় বাড়ী করে বসবাস করেন।গতকাল সকালে মেডিকোলিগ্যাল কাজ শেষ করে চট্রগ্রামের কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।মৃত্যুকালে স্ত্রী,এক কন্যা ও এক পুত্র সন্তান, আত্বিয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদীর গনু,বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু,প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম,ডামোশ গ্রামের আবুল কালাম আজাদ বেল্টু,সাবেক ব্যাংক কর্মকর্তা হাইদার আলী,বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সমির কুমার দে,সম্পাদক হাজী চন্চল মিয়া,শিক্ষক আব্দুল হামিদ,কলেজ পাড়ার কামরুজ্জামান বকুল,হাজী মসলেম উদ্দিন,প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান,কৃষি ব্যাংকের এজিএম মতিয়ার রহমান প্রমুখ শোক প্রকাশ করেছেন।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর