লিয়াকত হোসেন রাজশাহীঃচলমান এই করোনা কালীন সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। রাজশাহীর ১১বন্ধুদের নিয়ে গড়া সেচ্ছাসেবী সংগঠন “সহযোগিতা “। ছোট পরিসরে নিজ এলাকা সহ শহরের পার্শবর্তী এলাকাসমূহে তারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তাদের বন্ধুদের উপহার। আর তাদের এ কাজটিকে উৎসাহ দিয়ে এগিয়ে এসেছেন সহনীয় পর্যায়ের বেশ কিছু পরিচিত বড়ভাই, বোনেরা, সাথে আরো সহযোগিতা করেছেন, গ্রামীনফোন ইম্পলয়ি ইউনিয়ন। এপর্যন্ত তারা সর্বোমেট ১৭০ টির বেশি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। আগামীতেও তাদের এ বন্ধুর উপহার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সহযোগী বন্ধুরা। তবে সমাজের বৃত্তবানদের পাশে চান সংগঠনটি।যেন ভবিষ্যতে অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন।