মেহেদী হাসান কার্পাসডাঙ্গাঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টার দিকে দামুরহুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রঘুনাথপুর গ্রামের মৃত শওকত আলী ওস্তাদের ছেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজস্ব তহবিল থেকে গ্রামের ২৫০ জন কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এর আগে গত বৃহস্পতিবার ৬ রমজানের দিন বিকালে তিনি একই ভাবে গ্রামের ২৫০ জন কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।