আশরাফুজ্জামান রনি, কার্পাসডাঙ্গা অফিসঃ গতকাল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার পীরপুর কুল্লা গ্রামে ছিচকে চোরদের উপদ্রই অতিষ্ঠ গ্রামবাসী। জানাগেছে,গতকাল রাত আনুমানিক ২টার সময় পীরপুর কুল্লা গ্রামার মাঝপাড়ার মৃতঃ তোয়াজ আলি মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডলের মুদি দোকান ভেঙ্গে নগদ টাকা সহ সর্বমোট পাচঁ থেকে দশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়, এবং একই রাতে ওই পাড়ান মৃত খোদা বক্সর ছেলে শফিকুলের ছেলের একটি নতুন বাই সাইকেল চুরি করে নিয়ে যাই যার আনুমানিক মূল্য ৯হাজার টাকা বলে অভিযোগ করে বলে শফিকুল।একদিকে করোনা মহামারী আবার এর মদ্ধ্যে এলাকাই বেড়েই চলেছে চুরি ছিন্তায়ের প্রাদুর্ভাব তাহলে এই মহামারীতে মানুষ কি ভাবে বাচবে তাই পীরপুর কুল্লা গ্রামের যে সকল চিন্হিত চোর দের আইনের আওতাই নিয়ে সঠিক বিচার করার জন্য চুয়াডাঙ্গা জেলার মানোনিয় জেলা প্রশাসক মহোদয় ও সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পীরপুর কুল্লা গ্রামের ভুক্তভোগী মহল।।