বগুড়া প্রতিবেদকঃ র্যাব-১২ বগুড়া ক্যাম্পে কর্মহীন, দুস্থ, অসহায়দের মাঝে
উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণ করেন র্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। রবিবার সকালে বগুড়া র্যাব-১২ কর্তৃক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনাভাইরাস চলাকালীন বিভিন্ন সময়ে অসহায় দুস্থ, কর্মহীন লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাঠে আসন্ন ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ৫০ জন অসহায় দুস্থ প্রতিবন্ধীর।মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
র্যাব-১২ কর্তৃক এ ধরনের কার্যক্রম চলমান আছে ভবিষ্যতেও তা অব্যহত থাকবে বলে জানান র্যাব-১২ এর।অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।