জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ আতিয়ার রহমান নামে মাদক ব্যবসায়ীকে আটক
করেছে র্যাব। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মাসুদ
আলম শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া ইউপির করচাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় করচাডাঙ্গার বাজদিয়া গ্রামের জাবেদ আলী মণ্ডলের ছেলে আতিয়ার রহমানকে আটক করা হয়। পরবর্তীতে আতিয়ার রহমানের তথ্যমতে চার কেজি গাঁজা উদ্ধারের পর জীবননগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।