আশানুর রহমান,(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানার হায়দরাবাদে কর্মহীন গরীব ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার দেয়া উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীনুল আলম মৃধার নেতৃত্বে ত্রাণবিতরণ কমিটি ৮০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগরের সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড) শিরিন আক্তার, রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়রে প্রাধান শিক্ষক জাবেদ ইকবাল, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাঈল হোসেন, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদকর আবুল হোসেন প্রমূখ।