হাফিজুর রহমান, জাগো দেশ প্রতিবেদকঃ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের জন্য বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ে ঈদ উপহার। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানো এসব পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়। যশোর পুলিশ সুপারের কার্যালয়ে ১৬ মে শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় সময় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম যশোর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ) যশোর।