ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক গৃহবধূকে গলা
কেটে হত্যা করা হয়েছে। জেলার মহেশপুর ধানার ওসি মোরশেদ হোসেন খান জানান, শুক্রবার রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে তিনি যান। নিহত রত্না খাতুন উপজেলার বদ্যিপুর গ্রামের রমজান আলির
স্ত্রী। রমজান মাদক মামলায় কারাগারে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি মোরশেদ বলেন, রত্না দেড় বছরের ছেলেকে নিয়ে শুক্রবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে রত্নার গলায় ধারালো অস্ত্র দিয়ে
কোপ দিয়ে পালিয়ে যায় খুনি। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। হত্যাকাণ্ডের উদ্দেশ্য বলতে পারেনি পুলিশ। ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানান ওসি মোরশেদ।