নিশেষ প্রতিবেদকঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা, জেলা প্রশাসক, রাজবাড়ী মহোদয়ের তত্ত্বাবধানে সহকারী পরিচালক, রাজবাড়ী এর নেতৃত্বে আজ ১৬ মে ২০২০ তারিখে বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৩৮ ধারায় সাহা স্টোর, সরকার স্টোর ও বিপুল স্টোরকে যথাক্রমে ২,০০০/-, ১,৫০০/- ও ১,০০০/- এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে রাহা মেডিকেল হল কে ৩৭ ধারায় ৫০০/- টাকা সহ ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার নির্দেশনা এবং পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়। ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় । সহযোগিতায় জেলা প্রশাসন, বালিয়াকান্দি উপজেলা পুলিশ প্রশাসন এবং জেলা ও বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, রাজবাড়ী। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।