বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে শুক্রবার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৫৩ জনে করোনা শনাক্ত হলো। নতুন আরও তিন জন ৪ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে জেলায় ৩৭ জন করোনা জয় করলেন। সিভিল সার্জন অফিসের হিসাবে এখনও মৃত সংখ্যা ১২। নতুন ২৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, শ্রীনগর উপজেলায় ২ এবং লৌহজং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান,নিপসম থেকে শুক্রবার পাওয়া ১২ এবং ১৩ মে’র ১২০টি রিপোর্ট থেকে ২৩ জনের করোনা পজেটিভ এসেছে। এই নিয়ে ১৮০৪টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো। বৃহস্পতিবার পর্যন্ত ২০৫৭টি নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার আরও ১৯০টি নমুনা নিপসমে প্রেরণ করা হয়েছে। এই নিয়ে ২২৪৯টি নমুনা সংগ্রহ করে তা ঢাকায় পাঠানো হলো। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় মোট শনাক্ত ৩৫৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ১৫১ জন, এরপরে সিরাজদিখান উপজেলায় ৫৬ জন। এছাড়া শ্রীনগর উপজেলায় ৪৩ জন, লৌহজং উপজেলায় ৩৯ জন, গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।