চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েলভর্তি লরির নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার ফৌজদারহাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। নিহত আব্দুল জলিল কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চণ্ডীপুর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আজিজুল ইসলাম বলেন, সকালে ফৌজদারহাট বাইপাস এলাকায় কয়েলভর্তি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা
হয়েছে।