ফরিদপুর প্রতিনিধিঃ খাদ্যসামগ্রী তুলে দেন সাদেক আলীর স্ত্রী শাহিদা বেগম
বেতনের টাকায় ফরিদপুরে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছেন পুলিশ সদস্য মো. সাদেক আলী। তিনি গোয়ালন্দ থানায় কর্মরত। শুক্রবার সকালে ফরিদপুর পৌরসভার ডোমরাকান্দি মহল্লার বাসভবনের সামনে দরিদ্রদের হাতে এসব তুলে দেন সাদেক আলীর স্ত্রী শাহিদা বেগম। তিনি জানান,বেতনের টাকায় দুই শতাধিক দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী দেন তার স্বামী। প্রতি বছরেই তিনি গরিব ও
অসহায়দের পাশে দাঁড়ান। এ সময় উপস্থিত ছিলেন মো. বাবলু মোল্যা, হেলাল মোল্যা, লুৎফর রহমান প্রমুখ।