মোঃআজিজুল ইসলাম(ইমরান) সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রুগী মি. সুমন (৩২)আজ পুরোপুরি করোনা মুক্ত। আজ ১৫ মে জেলা পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে অভিনন্দিত করেন। করোনা ধরা পড়লে জেলা পুলিশ তাকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে। আজ শুক্রবার তার বাড়ির লকডাউন তুলে নেয়া হয়। পরপর দুটি নেগেটিভ রিপোর্ট আসায় তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। উল্লেখ তিনি যশোরের শার্ষায় ল্যাব টেকনিশিয়ানে চাকরি করেন। সেখানে করোনায় আক্রান্ত হন। মাহমুদুর রহমান সুমন (৩২) পেশায় স্বাস্থ্যকর্মী। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরের বাসিন্দা।গত ২৬ শে এপ্রিল রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাগারে তার দেহে ভাইরাসটি ধরা পড়ে।
১৫/৫/২০