হাফিজুর রহমান, জাগো দেশ প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণে কারণে প্রতিনিয়ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য গরীব অসহায় কেটে খাওয়া মানুষ গুলো চর্ম বিপাকে পড়েছে। সেই জন্য আজ বৃহস্পতিবার ১৪ মে সকালে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খাদ্য উপহার হিসাবে নিজ তহবিল থেকে দর্শনা পৌরসভার ৫,৬,৭,৮,৯ নং ওয়ার্ডে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য জননন্দিত নেতা হাজী মোঃ আলী আজগার টগর। তিনি বলেন আমরা আপনাদের পাশে আছি যতদিন এই মহামারী শেষ না হয় । আমরা এই ত্রান সামগ্রী দেওয়ার কাজ অব্যাহত রাখবো। এই সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধ মূলক সামাজিক দূরত্ব বজায় রাখি, সতর্কতা থাকার জন্য সকলকে আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার চেয়ারম্যান মতিয়ার রহমান ,দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আলী মুনসুর বাবু ,দামুড়হুদা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মন্জু সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।