শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ পাওনা টাকা চাওয়ায় ভাগ্নের হাতে মামা খুন – নয়া দিগন্ত শরণখোলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাগ্নের পিটুনিতে মামা সবুজ সিকদার (৫০) নিহত হয়েছে।উপজেলার ধানসাগর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, ১২ হাজার টাকা লেনদের বিষয় নিয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার স্বামীর ভগ্নিপতি আলতাফ হোসেন শেখের সাথে সামছু শিকদারের ছেলে সবুজ সিকদারের ঝগড়া হয়। এসময় আলতাফ শেখের ছেলে প্রিন্স শেখ মামা সবুজ সিকদারকে লাঠি দিয়ে বেদড়ক মারপিট করলে ঘটনাস্থলেই তিনি মারা যায় । শরণখোলা থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন।করেছে এবং মামলা শেষে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।