অনলাইন ডেস্কঃ পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ পাঁচজনকে বদলি করার আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করেছে মন্ত্রণালয়।
পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) মো. হারুন-অর- রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামানকে মেহেরপুরে এবং মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলিকে ফরিদপুরে বদলি করা হয়েছে।