শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক জেলা গোয়েন্দা শাখার (ডিবি), মাদক বিরোধী অভিযানে ছয়শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক- ১ মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগের মিলনমেলা-২০২১ এক সময় তারকা সংকট দেখা দিলে এদেশে কাজ করতে এসেছেন মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্তসহ আরও অনেক নায়িকারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখি ভ্যান উল্টে নিহত ১ আহত ২ মণিরামপুর থানা পুলিশের অভিযানে ১২ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি ও ১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন আটক চলচ্চিত্রশিল্প কোনো সংকটই কাটিয়ে উঠতে পারছে না মোরেলগঞ্জে ঘেরের ভেড়িতে করলা চাষে লাভবান কৃষকের মুখে মিষ্টি হাসি আমি যে তোর — আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।যে কোন সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল

সাধারণ ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত

Reporter Name / ১১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান সাধারণ ছুটির
মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। কিন্তু দেশে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় ছুটির
মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ঈদের আগে চারদিন ও ঈদের পর দুই দিনসহ মোট সাতদিন জরুরি সেবা ছাড়া যে কোন যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। করোনাভাইরাস বিস্তার রোধে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি।বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি ১৩ মে বুধবার সাংবাদিকদের জানান, সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। ঈদের ছুটিও
এই ছুটির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। তবে যে যেখানে এখন রয়েছেন, ঈদ সেখানে
করতে হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এজন্য ঈদের আগে-পরে সাত দিন যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। খুব শীঘ্রই ছুটি বৃদ্ধির বিষয়ে
প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।’ চলমান সাধারণ ছুটি ১৬ মে শেষ হবে। এরপর ১৭ মে
থেকে ২০ মে পর্যন্ত চারদিন সরকারি কর্মদিবস। ২১ মে শবে কদরের বন্ধ। পরের দু’দিন সাপ্তাহিক ছুটি। এরপরেই ঈদের ছুটি ২৬ মে পর্যন্ত। ঈদের ছুটির পর ২৭ ও ২৮ মে দু’দিন কর্মদিবস। পরপরই ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি। এ হিসেব কষেই ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
দেশে করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। পাশাপাশি সারাদেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়। সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেয়া হয়। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা প্রতিরোধে এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল, পরবর্তীতে ৫ থেকে ৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল ও ২৫ এপ্রিল, এরপর ৫ মে পর্যন্ত এবং সর্বশেষ আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়িয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৬ মার্চ থেকেই দেশব্যাপী গণপরিবহন বন্ধ রয়েছে। যদিও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত ১৮ মার্চ থেকেই। করোনা সংক্রান্ত ছুটি ও পরিস্থিতির কারণে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম ঝুলে গেছে। আটকে গেছে এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষাও। ১ এপ্রিল থেকে এইচএসসি ও
সমমানের পরীক্ষা শুরু করার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর