মাহফুজ মামুন, চুয়াডাঙ্গা প্রতিবেদক: বোরো ধান ও চাউল সংগ্রহে সরকারি নীতিমালার বাস্তবায়ন ও অনিয়ম প্রতিরোধে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে চুয়াডাঙ্গা মালোপাড়া ওয়েভ ফাউন্ডেশনের টেনিং সেন্টারে জেলা লোকমোর্চার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা লোকমোর্চার সভাপতি এ্যাডভোকেট আলমগীর হোসেন। লিখিত বক্তব্য তিনি বলেন, বোরো মৌসুমে ধান-চাউল কেনার যে সরকারি নীতিমালা আছে তা অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করা যাবে না। যারা কৃষক তাদের মধ্যে লটারি করে সঠিক নিয়মে ধান সংগ্রহ করতে হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের প্রকৃত ডিলারদের কাছ থেকে চাল কিনতে হবে। সঠিক ভাবে ধান ও চাল কেনা হয় সে ব্যাপারে জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের প্রতি আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে। জেলা লোকমোর্চার সকল সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। লোকমোর্চার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সাংবাদিকরা।