চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ চট্টগ্রামে পণ্যবাহী কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার মোহাম্মদ জুয়েল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মোহাম্মদ আব্দুল আজিজ। সোমবার রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালকের সিটের পেছন থেকে ৪৭ হাজার ৮৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহামুদুল হাসান মামুন বলেন, কক্সবাজার থেকে কাভার্ডভ্যানে করে পণ্যের আড়ালে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামে আসছে- এমন তথ্যে রাজাখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামার সংকেত দেয়া হয়। ওই সময় চেকপোস্টের অদূরে গাড়ি রেখে পালানোর চেষ্টা করলে চালক ও হেলপারকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে চালকের সিটের পেছন থেকে ৪৭ হাজার ৮৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক দুই কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা। এএসপি মামুন আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের কথা স্বীকার করেছেন আটকরা। তাদের বিরুদ্ধে মামলা করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।