লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে ধানক্ষেতে সন্ধান পাওয়া তিনটি ফুটফুটে চিতা বাঘের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। ওই তিন বাঘের বাচ্চাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাচারের জন্য লুকিয়ে রেখেছিলেন বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সোমবার রাতে উপজেলার চনগাঁও নোয়াপাড়া থেকে
বাচ্চাগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার নোয়াপাড়ার আবেদনগর মাদরাসার পাশের বাসিন্দা ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান জমিতে ইরি ধান কাটতে যান। ধান কাটার এক পর্যায়ে চিতা বাঘের তিনটি বাচ্চা দেখতে পান তিনি। ওই সময় কয়েকজনের সহযোগিতায় জীবিত অবস্থায় বাঘের বাচ্চাগুলো আটক করে নিজের বাড়িতে নেন মাসুম। বাসায় নিয়ে খাঁচায় বন্দী করে বিষয়টি গোপন করে রাখেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাঘের বাচ্চা পাওয়ার একটি স্ট্যাটাস দেন তিনি। এতে বিষয়টি ফাঁস হলে বাঘের বাচ্চা দেখতে মাসুমের বাড়িতে মানুষ হুমড়ি খেয়ে পড়েন। তবে আগত লোকদের বাঘের বাচ্চা না দেখিয়ে দুর্ব্যবহার করেন তিনি। কয়েকজন স্থানীয় জানান, প্রশাসন বা বন কর্মকর্তাদের না
জানিয়ে বাঘের বাচ্চাগুলো বিক্রির চেষ্টা করেছিলেন মাসুম। তিনি বেশ কয়েক জায়গায় যোগাযোগও করেছিলেন।