শিমুল রেজা, জাগো দেশ প্রতিবেদকঃ প্রাণঘাতি এক ভাইরাসের নাম হচ্ছে করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই ভাইরাসে আক্রান্ত হলে রয়েছে মৃত্যুঝুঁকি। আর এই ভাইরাসটি খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়াগায় স্থানান্তর করতে পারে।ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এতদিন এই ভাইরাস বাংলাদেশের বাইরে থাকলেও এবার বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ছড়াচ্ছে নারায়ণগঞ্জে। দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলছে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা। সেই সাথে মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। এমনতাবস্থায় নারায়ণগঞ্জ সহ সারাদেশেই দুর্যোগ সৃষ্টি করছে এই প্রাণঘাতি করোনা ভাইরাস। প্রায় সকল শ্রেণির মানুষই বিপাকে পড়েছেন। বিশেষ করে দিনমজুর, শ্রমিক, অসহায় ও দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শাপলা টিভি বাংলা এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ীয়, বনি ইয়ামিন, কার্পাসডাঙ্গার বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালকসহ বিভিন্ন শ্রেণীর দিনমজুর ও দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেন।