আশানুর রহমান, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় সিমেন্টবাহী ট্রাক উল্টে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। হতাহতরা সবাই ট্রাকের শ্রমিক। সোমবার সকালে উপজেলার ত্রিমোহনি-সনমানিয়া সড়কের কবিরের বাজার এলাকায় সিমেন্টবাহী ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী সড়কে সকাল ১০টার
দিকে একটি সিমেন্টবাহী ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকের দুই শ্রমিক নিহত হন এবং একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।