মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গ নিয়ে অমিত হাসান (১৯) নামের এক মানসিক সমস্যাগ্রস্ত যুবক মারা গেছেন। তিনি গাংনী উপজেলার আজান গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। করোনা পরীক্ষার জন্য তাৎক্ষনিক
উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে। পরিবারসূত্রে জানা গেছে, গেল
কয়েকদিন জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন অমিত হাসান। গতকাল শনিবার
ভোরে তার মৃত্যু হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার জানিয়েছেন, ছেলেটির করোনার উপসর্গ ছিল। তবে আমার তার করোনা সংক্রমণের কারণ খুঁজে পাচ্ছি না। ছেলেটির মানসিক সমস্যা ছিল। দির্ঘদিন ধরে তার চিকিৎসা চললেও সম্প্রতি করোনার কারণে চিকিৎসক স্বল্পতায় তার চিকিৎসা ঠিক মতো হচ্ছিল না। এ কারণেও তার মৃত্যু হয়ে থাকতে পারে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সীমিত পরিসরে তার
জানাজা নামাজ পড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ ফোর্সও
পাঠানো হয়েছে যেন কোনভাবে জনসমাগম না হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল ইসলাম জানিয়েছেন, যেহেতু করোনার
উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে, তাই আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে
পাঠিয়েছি। রিপোর্ট আসলে জানা যাবে সে করোনা আক্রান্ত কিনা।