মোঃ মোকছেদুল ইসলাম পাটগ্ৰাম লালমনিরহাট প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ আজ আতঙ্কিত হয়ে পরেছে। কাজকর্ম না থাকায় বেকার হয়েছে মানুষ, জীবন যাপন করছে কষ্টে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা না করে মানুষের মাঝে খবর পৌঁছে দিয়ে যেত পাটগ্ৰামের পএিকা হকার পাটগ্ৰাম উপজেলার হাট বাজারের দোকানে, শিক্ষা প্রতিষ্ঠানে ,অফিসে পএিকা পৌঁছে দেয়ার কারণে খবর জানতে পারি।পএিকা বিক্রয় করে যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। দীর্ঘদিন পএিকা আসা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পরেছে পএিকা হকার।এ কথা ভেবে পাটগ্ৰাম উপজেলার ভুমি অফিসার জনাব দীপক কুমার দেব শর্মা,আজ ১০ (দশ) জন পএিকা হকারকে নিজ অর্থায়নে চাল, ডাল, আলু,তেল, ছোলা, সাবানসহ নিত্যপ্রযোজনীয় খাদ্যসামগ্ৰী বিতরণ করেন। কথা বলতে গেলে এসিল্যান্ড জনাব দীপক কুমার দেব শর্মা জানান আমাদের সবার মাঝে দেশের খবর পৌঁছে দেয় পএিকা হকার।এরা করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরছে। তাই আমি দেশের প্রতি দায়িত্ববদ্ধতা থেকে আমি আমার নিজ উদ্যোগে নিজ অর্থায়নে ১০ জন পএিকা হকারকে খাদ্যসামগ্ৰী উপহার দিলাম । তিনি আরো বলেন,কিছু মানুষ ফোন করে বলেন আমরা খাদ্য সংকটে আছি।পাটগ্ৰাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিছু অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্ৰী পৌঁছে দিয়েছি। আমরা নিজে সামাজিক দুরত্ব মেনে চলবো অন্যদেরকে মেনে চলার আহবান জানাবো।নিজে বাঁচলে পরিবার বাঁচবে আর পরিবার বাঁচবে সমাজ বাঁচবে সমাজ বাঁচলে জাতি বাঁচবে জাতি বাঁচলে দেশ বাঁচবে।