বাড়াদী প্রতিনিধিঃ আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন পরিষদ আঠারোখাদায় ত্রানের কার্ড ভাগাভাগি নিয়ে হাতাহাতি হয়েছে। জানা গেছে গতকাল শনিবার সকাল ১০ টার সময় চেয়ারম্যানের রুমে একটি আলোচনা সভা শুরু হয়। এ সময় আলোচনার মধ্যে বাড়াদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ এস এম।আবিদ আলিম শামীমের সাথে মান্নান মেম্বারের তর্ক বিতর্ক হলে এর এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ইউপি চত্বর জুড়ে উত্তেজনা বিরাজ করতে
থাকে। এ বিষয়ে মান্নান মেম্বার জানায় আমি এ বিষয়ে কোন কিছু জানতাম না পরিষদ চত্তরে দেখি অনেক মানুষ। এর জন্য চেয়ারম্যানের রুমে গিয়ে দেখি আলোচনা চলছে, আমি দু একটা কথা বলতেই আমার উপর উত্তেজিত হয়।
ঘটানাটি দূর্লভপুর ক্যাম্প ইনচার্জ এস আই নাঈম জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে শামীম জানায় আমরা গরীবের মাল কাউকে মেরে খেতে দিব না। এ সকল বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমার দিকে মারমুখী হয়ে উঠে ।