চুয়াডাঙ্গা। অভিযানে সদর উপজেলার বদরগঞ্জ বাজারের মেসার্স মোল্লা ট্রেডার্স নামক সার-কীটনাশকের বিক্রয় প্রতিষ্ঠানে দেখা যায় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মুল্যে সার বিক্রয়ের চিত্র। সরকার কর্তৃক নির্ধারিত DAP সারের সর্বোচ্চ মুল্য ৮,০০/- টাকা প্রতি বস্তা হলেও তিনি নিয়েছেন সর্বোচ্চ ১২৫০/- টাকা। আবার TSP সারের সর্বোচ্চ খুচরা মুল্য ১১০০/- টাকা কিন্তু তিনি নিয়েছেন সর্বোচ্চ ১২৩০/- টাকা (প্রমাণ হিসেবে বিক্রয় রশিদের ছবি সংযুক্ত)। অতিরিক্ত মুল্যে সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সরোজগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে মেসার্স শামসুল আলম নামক সার-কীটনাশকের প্রতিষ্ঠানে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে আইনের ৫১ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। ০২টি প্রতিষ্ঠানকে মোট ২০,০০০/- টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয় যেন সাধারণ কৃষক স্বল্প মুল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারে। কিন্তু কৃষকের জন্য সরকারের এই প্রচেষ্টা ধূলিসাৎ হয়ে যাচ্ছে শুধুমাত্র কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারণে। সারের এরুপ মুল্য কারচুপি নিয়ে লাগাতার অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছি। তাই যারা এরুপ করেন তারা সাবধান হয়ে যান। ন্যায্য মুল্যে কৃষককে কৃষি মালামাল সরবরাহ করুন। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার জনাব Shahidul Islam। নিরাপত্তায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।