সেলিম রেজা ঝিনাইদহঃ প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের চাল বিতরণ অব্যাহত রেখেছে ঝিনাইদহের সদর উপজেলা প্রশাসন। তার ধারাবাহিক আজ শনিবার চাউল বিতরণের অংশ হিসেবে উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের নিম্ন আয়ের কর্মহীন অসহায় ৪শত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন । ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারমান কাজী নাজির উদ্দীন জানান ৪শত মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয় প্রকল্পকর্মকর্তা রিয়াজ উদ্দীন এবং সহকারী প্রোগ্রামার মিহির মিত্র, ইউনিয়ন সচিব বিশ্বজিৎ কুমার বিশ্বাস, আমি লীগের নেতা রফি বিশ্বাস, সাধুহাটি ওয়ার্ড মেম্বর মতিয়ার রহমান, মাগুরাপাড়া ওয়ার্ড মেম্বর মুরসালিন ওপোতাহাটি ওয়ার্ড মেম্বর আনারুল খাঁ উপস্থিত ছিলেন। কর্মহীন প্রত্যেক অসহায় পরিবারের হাতে খাদ্রসম্রাগ্রী তুলে দেন।চেয়ারমান কাজী নাজির উদ্দীন নিজে দড়িয়ে থেকে তিনটি ইসপট করে,সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন