নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী বেগমগন্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরনের বিরোদ্দে ত্রান নিয়ে অনিয়মের অভিযোগ।বৃহস্পতিবার (০৭ মে) সকাল১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নে বটতলা বাজারে ত্রানের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসি। জানা যায়, ত্রান নিয়ে করায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরনের বিরুদ্ধে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল করেন।কুতুবপুর ইউনিয়নের অধিকাংশ মানুষ শ্রমিকও হত দরিদ্র । করোনা ভাইরাসের সংক্রামণ থেকে বাঁচাতে অনেক দিন ধরে অত্র ইউনিয়নে সরকার ঘোষিত লকডাউন চলমান রয়েছে।ফলে ইউনিয়নের খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে।কর্মহীন ও অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণের চাল দেয়ার কথা থাকলে তার কোন খবর নেয়। ইউনিয়নের হতদরিদ্রদের কাছ থেকে ভোটার আইডিকার্ড নেওয়া হলেও তারো কোন খবর নেই । এলাকার কোন অসহায় ব্যক্তি ও আওয়ামী লীগের হতদরিদ্র নেতাকর্মীদের কোন ধরনের সরকারি সহযোগিতা করেননি চেয়ারম্যান।সরকারি কোনো সুযোগ-সুবিধা ইউনিয়নবাসী পাচ্ছে না ।এদিকে অভিযুক্ত চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন সর্ম্পন কথা মিথ্যা । সরকারি বরাদ্দ কম হওয়ায় সবাই ত্রান পাচ্ছেন না ।তবে পাবে বলে আশ্যাস করেন।