সেলিম রেজা, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ৬০ বোতল ফেনসিডিলসহ সুমন সরকার নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় এসব ফেনসিডিল জব্দ করা হয়। ওই মাদককারবারির বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান র্যাব-৬’র কোম্পানি কমান্ডার (সিপিসি-২)
মাসুদ আলম। তিনি জানান, গোপন সংবাদে বাস টর্মিনালে অভিযান চালানো হয়।
এসময় এসব ফেনসিডিলসহ ওই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান র্যাবের এ কর্মকর্তা।