মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে ২৪ ঘণ্টায় আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে সাতজন হলো। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২টি
নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি মুজিবনগর।উপজেলার বল্লভপুরে। সিভিল সার্জন জানান, এ পর্যন্ত মেহেরপুরে ৪৬৫টি নমুনা পরীক্ষায় সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।