রবিবার, ০৭ মার্চ ২০২১, ১১:০০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ওসিসহ আরো ১২ জনের করোনা শনাক্ত

Reporter Name / ১২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ০৭ মার্চ ২০২১, ১১:০০ পূর্বাহ্ন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে থানার ওসি ও ৪ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো
১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে ধনবাড়ীতে ৩ জন, গোপালপুর ২, ভূঞাপুর ১, কালিহাতী ২, দেলদুয়ার ২ এবং মির্জাপুর উপজেলায় ২ জন রয়েছেন। এদের মধ্যে গোপালপুর থানার ওসি।রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের দেহে
করোনার ভাইরাসে শনাক্ত হল। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা থেকে মোট ৮০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।যা পরবর্তীতে ফলাফল আসেনি। পরদিন বুধবার আরো ১২৬ জনের নমুনা পাঠানো হয়। পরে আজ বৃহস্পতিবার দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে ১২ জন আক্রান্ত হয়। এদের মধ্যে ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এখন পর্যন্ত ২ জন ঢাকায় মারা যায়। আর সুস্থ হয় ৯ জন। এ ব্যাপারে গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমি গত মঙ্গলবার নতুনা দিয়েছিলাম। স্বাস্থ্য বিভাগ থেকে আজ
বৃহস্পতিবার আমাকে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। আমার তেমন কোন লক্ষণ ছিল না। তবুও আমি নমুনা দিয়েছিলাম। আমি বর্তমানে আইসোলেশনে রয়েছি। তিনি আরো বলেন, এ ঘটনার পর আমার বাসাসহ আমার সংস্পর্শে
আসাসহ ৭ পুলিশ সদ্যসের বাসা লকডাউন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর