মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
মেহেরপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন নিম্ন আয়ের পাঁচ শতাধিক পরিবারের মাঝে বুরো বাংলাদেশ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠ প্রাঙ্গণে এ খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মাসুদুল আলম, সদর থানার ওসি
শাহ দারা খাঁন, বুরো’র আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন ও মেহেরপুর শাখা ব্যবস্থাপক ইউসুফ আলী। এদিন কর্মহীন ওইসব পরিবারের মধ্যে চাল-ডাল, আলু, তেল, লবণ, সাবান ও মাস্কসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।