দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ফুলবাড়ীতে খেলাধুলার সময় গালমন্দ করার ঘটনাকে কেন্দ্র করে সামিউল নামে এক আট বছরের শিশুকে গলা টিপে হত্যা করেছে রিপন শেখ নামে এক প্রতিবেশী যুবক। এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শিবনগর ইউপির গঙ্গা প্রসাদ মৌজার ছোট যমুনা নদীর ধার থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহত সামিউলের দাদা মোজাফ্ফর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহত শিশু সামিউল পলি শিবনগর গ্রামের খতিবুর রহমানের ছেলে ও পলি শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির
ছাত্র। রিপন শেখ একই গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নিহত শিশু সামিউলের সম্পর্কে চাচা। মামলার বাদী মোজাফ্ফর রহমান বলেন,প্রতিদিনের মতো সামিউল বুধবার বিকেলে বাড়ির পাশে ছোট যমুনা নদীর ধারে খেলা করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে বালুর নিচে সামিউলের মরদেহ চাপা দেয়া অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। গ্রামবাসীর সহায়তায় রিপনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন ইসলাম সামিউলকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে খেলাধুলা করার সময় সামিউল তাকে গালমন্দ করেছিল, খেলা শেষে সবাই বাড়িতে ফিরলে
সামিউলকে একা পেয়ে গলা টিপে ধরেছিল, এতে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।