শেখ সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট:বাগেরহাটের মোংলার করোনা মোকাবেলায় ভর্তুকি শপ,,মধ্যবিত্তদের নিত্য প্রয়োজনীয় ও খাদ্য দ্রব্য সল্প মুল্যে দেয়া হবে।করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের দৈনন্দিন জীবনযাপন যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় পণ্য ও সেবা দিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়। তারই ধারাবাহিকতায় মরহুম হাজী কাওসার দ্বিনি ফাউন্ডেশনের পরিচালনায় কবর স্থান জামে মসজিদ সংলগ্নে নিজেস্ব কার্যলয়ে শুক্রবার থেকে চালু হচ্ছে ভর্তুকি শপ নামের একটি সেবা মুলক প্রতিষ্ঠান।এ ভর্তুকি শপের মাধ্যমে মোংলার মধ্যবিত্তদের নিত্য প্রয়োজনীয় ও খাদ্য দ্রব্য সল্প মুল্যে দেয়া হবে। প্রতিদিন আনুমানিক প্রায় ১০০০ টাকার প্যাকেজে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ৫শ টাকার মধ্যে কিনতে পারবেন মধ্যবিত্তরা। এ ভর্তুকি সপে থাকবে চাল ৭ কেজি, ডাল ১কেজি. ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, ছোয়াবিন তেল ১ কেজি, চিড়া ৫০০ গ্রাম, মুড়ি ৫০০ গ্রাম, সাবান ১ পিচ, টিসু ১পিচ, আলু ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম ও ইফতার সামগ্রী। পৌর শহরের প্রথম ধাপে ৩,৬,৮, ও ৯ নং ওয়ার্ডের মধ্যবিত্তরা এ সহায়তা সুবিধা এখান থেকে নিতে পারবে। তবে প্রত্যেক পরিবার সপ্তাহে একবার সহ সর্বমোট মাসে ৪ বার এ সুবিধা নিতে পারবেন এ ভতুর্কি শপ থেকে। এটি লিপিবদ্ধ করে তার হিসাব রাখা হবে, কোন পরিবার এক সপ্তাহে যেন দুই বার না পায়। হাজী কাওসার দ্বিনি ফাউন্ডেশনের পক্ষ হতে এ সহায়তা সুবিধা করোনা কালীন সময়ে চলমান থাকবে বলে জানায় ফাউন্ডেশনের পরিচালক।