এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলম, এসপি মো. আনোয়ার হোসেন ও যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মঞ্জুরুল আহসান শাহ ও দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোজাহেদুল ইসলাম।
যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মঞ্জুরুল আহসান শাহ বলেন, আমরা যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের অনেক জায়গায় এমন খাদ্য সামগ্রী উপহার দেয়ার উদ্যোগ নিয়েছি। বুধবার দিনাজপুরে ৯০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলম বলেন, যমুনা
ব্যাংকের উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে বুধবার ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আমাদের মাধ্যমেই তারা তালিকা প্রস্তুত করেছে। সামাজিক দূরত্ব শতভাগ নিশ্চিত করে এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দেশের এই দুর্যোগকালীন সময়ে যমুনা ব্যাংকের এই উদ্যোগকে আমরা দিনাজপুরবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই।