জীবননগর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অন্তর্গত হরিহর
নগর, মেদিনীপুর বাজারে দীর্ঘদিন যাবত অবহেলিত ভাবে পড়ে থাকা এক অসহায় বৃদ্ধ কে তুলে এনে তার আপন ঠিকানায় পৌঁছে দিলেন জীবননগর থানা পুলিশ। বিশেষ বরাত থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার মানবতার ফেরিওয়ালা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নির্দেশে গত সোমবার মেদিনীপুর বাজার থেকে ঠিকানাহীন এবং অসহায় বৃদ্ধ কে নিরাপত্তা ও আশ্রয় দেবার নির্দেশ দেন জীবননগর থানা পুলিশকে। পরবর্তীতে জীবননগর থানা পুলিশ ঐ বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে জীবননগর থানা হেফাজতে রাখে । তারই ফলশ্রুতিতে আজ বুধবার তাঁর পরিবার এবং নিকটাত্মীয়দের সন্ধান করে ওই বৃদ্ধ ব্যক্তি কে সসম্মানে তাদের হাতে তুলে দেন জীবননগর থানা পুলিশ। আর এ বিষয়ে বৃদ্ধার ছেলে মোঃ মজনু জানান যে তার পিতা মোঃ ওয়াজেদ আলী (৬৫) গ্রাম: যুগিন্দে এবং থানা ও জেলা :মেহেরপুর। তিনি আরো বলেন, আমার পিতা দীর্ঘদিন যাবত মানসিক রোগে
ভুগছিলেন পরবর্তীতে এক মাস পূর্বে বাড়ির লোকজনের অজান্তে তিনি বাড়ি থেকে বেরিয়ে।যান। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু পরিতাপের বিষয় এই যে তাকে নানা জায়গায় খোঁজ করেও আমরা তাকে ফিরে পেতে ব্যর্থ হই। পরবর্তীতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মানবতার ফেরিওয়ালা মোঃ জাহিদুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশ এর সহায়তায় আমরা জানতে পারি যে আমার বাবা জীবননগর থানা পুলিশের হেফাজতে আছেন এবং সেই সাথে আমরা দ্রুত জীবননগর থানায় চলে আসি এবং আমার বাবাকে শনাক্ত করি। এছাড়াও তিনি আরও বলেন আমরা আমাদের বাবাকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি এবং সেইসাথে তার পরিবার চুয়াডাঙ্গা পুলিশ সুপার এবং জীবননগর থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।