জাগো দেশ,ডেস্কঃ চুয়াডাঙ্গা জেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে
আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলায় নতুন করে একজনকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের বাসিন্দা। আক্রান্ত নারী সম্প্রতি দেশের অন্য কোনো জেলায় গিয়েছিলেন কিনা তা নিয়ে খোঁজখবর শুরু করেছে স্বাস্থ্যবিভাগ।