হাফিজুর রহমান, জাগো দেশ প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড়ে অবস্থিত বিএডিসি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান জুয়েলারি হাউস এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান নিজ হাতে বিএডিসি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন রেজা, ছাত্রলীগ নেতা আব্দুল হালিম,, মাহফুজুর রহমান,স্বপন, রাশেদ সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান প্রধান শামীম বাইদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।